News71.com
 Lifestyle
 16 Jun 19, 12:39 PM
 748           
 0
 16 Jun 19, 12:39 PM

ওজন কমাতে কাঁচকলার যত গুন॥

ওজন কমাতে কাঁচকলার যত গুন॥

লাইফ স্টাইল ডেস্কঃ আমাদের দেশে প্রায় সারা বছরই পাওয়া যায় কলা। খুব সহজেই এই ফলটি পাওয়া যায় বলে অনেকেই এর গুরত্ব ও উপকারিতা বুঝে উঠতে পারে না। কলা খাওয়ার নানা গুণ রয়েছে। কিন্তু জানেন কি পাকা কলার পাশাপাশি কাঁচকলাও শরীরের জন্য দারুণ কাজ করে।বিশেষজ্ঞদের মতে, কাঁচকলা খেলে তা থেকে শরীরে নানা ধরনের ওষুধ স্বাভাবিক ভাবেই প্রবেশ করে। রোগ নিরাময় ও শরীরের নানা ধরনের অসুবিধা দূর হয় এই কলা খেলেই।

কাঁচকলার উপকারিতা:

কাঁচকলায় থাকা পটাশিয়াম শরীরে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। শরীরকে শক্তি জোগায়। কলাতে থাকে ভিটামিন বি ৬ ও ভিটামিন সি। যা শরীরের কোষকে আরো সংগঠিত করে তোলে।কাঁচকলায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। দিনের বেলায় কাঁচকলা খেলে তা শরীরের নানা রোগ দূর করতে সাহায্য করে।ওবেসিটি বা অতিরিক্ত ওজন দূর করতে দারুণ কাজে লাগে কাঁচকলা। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যা শরীরের ফ্যাট কোষগুলোকে দূর করতে সাহায্য করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন