News71.com
 International
 20 Jul 16, 11:49 AM
 441           
 0
 20 Jul 16, 11:49 AM

বিশ্বব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ পল রোমার

বিশ্বব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ পল রোমার

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাংকের নতুন মুখ্য অর্থনীতিবিদ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে মার্কিন অর্থনীতিবিদ পল রোমারকে। আগামী সেপ্টেম্বর থেকে তার এই নিয়োগ কার্যকর হবে। তিনি ভারতীয় অর্থনীতিবিদ কৌশিক বসুর স্থলাভিষিক্ত হচ্ছেন। বর্তমানে পল রোমার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। গতকাল মঙ্গলবার বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম এ নিয়োগের ঘোষণা দেন।

 জানা গেছে, বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হিসেবে এমন একটা সংকটময় সময়ে পল রোমার দায়িত্ব নিতে যাচ্ছেন যখন উন্নয়নের ক্ষেত্রে দ্রুত প্রযুক্তিগত পরিবর্তন ও বিশ্বায়নের ক্ষেত্রে নানা পরিবর্তন ঘটছে। রোমার প্রেসিডেন্ট ও সিনিয়র ম্যানেজমেন্টকে সহযোগিতা করবেন। তিনি তার বুদ্ধিদীপ্ত এবং কৌশলী নেতৃত্বের মাধ্যমে বিশ্বব্যাংক গ্রুপকে আন্তর্জাতিক উন্নয়নে আরও বেশি ভূমিকা রাখতে সহযোগিতা করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন