News71.com
 International
 20 Jul 16, 11:21 AM
 459           
 0
 20 Jul 16, 11:21 AM

ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিতের 'উৎসবে' আগুন ।।

ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিতের 'উৎসবে' আগুন ।।

নিউজ ডেস্কঃ ভারতের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দক্ষিণ কলকাতার ১৯/১ ওল্ড বালিগঞ্জ রোডে অবস্থিত ‘উৎসব’-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার স্থানীয় সময় রাত ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

রান্না ঘর থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছ বলে জানাগেছে । অগ্নিকান্ডের শুরুতেই বাড়ীতে থাকা অগ্নিনির্বাপক ব্যবস্থা দিয়েই আগুন নেভানোর কাজ শুরু হয়। এরপরই ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিসের ২টি গাড়ি।

ঘটনার কথা জানতে পেরে প্রসেনজিতের বাসায় ছুটে আসেন ফায়ার সার্ভিসমন্ত্রী এবং কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়, প্রসেনজিতের বোন পল্লবী চট্টোপাধ্যায়। আধা ঘণ্টার মধ্যেই সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ঘটনার সময় বাসাতেই ছিলেন প্রসেনজিৎ ও বাসার অন্য সদস্যরাও। তবে সকলেই নিরাপদেই আছেন।

প্রসেনজিৎ জানিয়েছেন ''একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো। কিন্তু ঈশ্বরের আশীর্বাদে সেরকম কিছু হয়নি। তিনি আরও জানান ‘আগুনটা যখন লেগেছিল সেসময় আমি বাসাতেই ছিলাম। আমার কিছু বন্ধুরাও ছিল। আমরা সেসময় কফি খাচ্ছিলাম। রান্না ঘর থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখে আমার বাসার নিরাপত্তা কর্মীসহ অন্যান্যরা প্রথমেই অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন অনেকটাই নিভিয়ে ফেলে।

কয়েক মিনিটের মধ্যেই আশপাশের মানুষরাও ঘটনাস্থলে ছুটে আসে। পাশাপাশি আমাদের মেয়র, ফায়ার সার্ভিস, পুলিশ, ক্যালকাটা ইলেক্ট্রিক সাপ্লাই কর্পোরেশন (সিইএসসি)-এর কর্মকর্তারাও ছুটে এসে পরীক্ষা করে দেখেন। এখন আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। কোন সমস্যা নেই।

অন্যদিকে, ফায়ার সার্ভিসের মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় জানান ‘দোতালা ও ৩তলার মধ্যে একটা রান্না ঘর আছে। সম্ভবত সেখানকার চিমনির মধ্যে থেকে আগুন লেগেছিল। এরপর পুরো ঘরটা ধোঁয়ায় ভরে গিয়েছিল। তাদের অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে প্রাথমিক অবস্থাতেই আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন