আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কে ব্যর্থ অভ্যুত্থানের পরে ১৫ হাজার শিক্ষা কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। তুরস্কের শিক্ষা মন্ত্রণালয় বলেছে, সরকার কথিত অভ্যুত্থান পরিকল্পনাকারী ফেতুল্লাহ গুলেনের অনুসারী।
গুলেন অভ্যুত্থানকারীদের সঙ্গে কোনো সংযোগ থাকার কথা অস্বীকার করেছে। শুধু তাই নয় বিভিন্ন ইউনিভার্সিটির ১৫০০ অনুষদ প্রধানের পদত্যাগ করতে নির্দেশ দিয়েছে উচ্চ শিক্ষা বোর্ড। তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদ্রিম গুলেন সমর্থকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রত্যয় ব্যক্ত করার পরে এই সিদ্ধান্ত আসলো।