আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় নিরাপত্তা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে ফেরারি জঙ্গি নিহত হয়েছে। আর এরই মধ্যদিয়ে ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের এই সমর্থককে দীর্ঘদিন ধরে খোঁজার অবসান হলো।
সেন্ট্রাল সুলাওয়েসি পুলিশ প্রধান রাডি সুফারিয়াদি এএফপিকে বলেন, জঙ্গির লাশ শনাক্তকরণ প্রক্রিয়ার পর তার নাম সান্তোসো বলে নিশ্চিত হওয়া গেছে। সুলাওয়েসি দ্বীপের মধ্যাঞ্চলে গতকাল সোমবার পুলিশের সাথে এক বন্দুকযুদ্ধে আবু ওয়ারদাহ ছদ্মনামের সেই জঙ্গি নিহত হয়।