আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের বিষয়ে গোয়েন্দা বিভাগের ব্যর্থতার অভিযোগ এনে দেশটির ১০০ গোয়েন্দা কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে । আজ তাদের বরখাস্ত করা হয়।
বরখাস্ত ওই কর্মকর্তাদের সন্দেহভাজন হিসেবে উল্লেখ করা হয়েছে। তারা অভ্যুত্থানের পক্ষের বলে অভিযোগ করা হয়েছে। এর আগে ব্যর্থ অভ্যুত্থানে জড়িত সন্দেহে প্রায় ৮ হাজার পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করে দেশটি। এর পৃথক তালিকায় সেনা সদস্যরাও ছিলেন। এছাড়াও বরখাস্ত হয়েছেন তুরস্কের ২ হাজার ৭৪৫ জন বিচারকও ।