আন্তর্জাতিক ডেস্ক: ট্রাম্পের স্ত্রীর বিরুদ্ধে মিশেল ওবামার বক্তব্য চুরির অভিযোগ উঠেছে । মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের বর্তমান স্ত্রী মেলানিয়া ট্রাম্পের বিরুদ্ধে বক্তব্য চুরির অভিযোগ উঠেছে।
জানা গেছে, রিপাবলিকান দলের জাতীয় কনভেনশনের প্রথম দিন গতকাল সোমবার স্টেজে উঠে মেলানিয়া ট্রাম্প যে বক্তব্য দেন, তা গত ২০০৮ সালে ডেমোক্রেটিক পার্টির কনভেনশনে মিশেল ওবামার বক্তব্যের সঙ্গে আংশিক মিল রয়েছে।
আবার এদিন নিউইয়র্কের ব্যবসায়ী ট্রাম্পকে প্রশংসায় ভাসান ফাস্ট লেডি প্রত্যাশী মেলানিয়া ট্রাম্প। তিনি বলেন, আমার স্বামী একজন পরদুঃখকাতর এবং তিনি দেশের জন্য সংগ্রাম করবেন।
এটা ছিল তার বক্তব্যের প্রথম অংশ, যা তিনি রাইটিং টিমের সাহায্য নেন। পরবর্তীতে মিসেস ট্রাম বলেন, আমার পিতা-মাতা আমাকে মূল্যবোধের শিক্ষা দিয়েছেন যে, তুমি কঠোর পরিশ্রম করবে সেটার জন্য, জীবনে যা তুমি চাও। তুমি যা বলবে, তাই করবে, প্রতিশ্রুতি ভঙ্গ করবে না কখনও এবং মানুষকে সম্মান দিয়ে কথা বলবে।
আর গত ২০০৮ সালে ডেমোক্রেটিক পার্টির কনভেনশনে ঠিক একই রকম বক্তব্য দিয়েছিলেন মিশেল ওবামা।