News71.com
 International
 19 Jul 16, 01:44 PM
 466           
 0
 19 Jul 16, 01:44 PM

তুরস্কে আটক হওয়ার পর প্রথমবারের মতো মুক্তি পেলেন ১জন ব্রিগেডিয়ার জেনারেল ।।

তুরস্কে আটক হওয়ার পর প্রথমবারের মতো মুক্তি পেলেন ১জন ব্রিগেডিয়ার জেনারেল ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ আটক হওয়ার পর প্রথমবারের মতো ১জন ব্রিগেডিয়ার জেনারেল মুক্তি পেলেন। তিনি হলেন ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল গুরগেন ।

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় কানাক্কালে প্রদেশের গেলিবোলু জেলায় ১৮তম মেকানাইজড ইনফ্যানট্রি ব্রিগেডের কমান্ডার তিনি। মুক্তি পেলেও অভ্যুত্থান চেষ্টায় তিনি জড়িত কিনা তার অনুসন্ধান ও বিচার কাজ চলবে। গত শুক্রবার রাতে চালানো অভ্যুত্থান চেষ্টা তুরস্কের জনগণ, পুলিশ ও সরকারপন্থি সেনারা বানচাল করে দেয় ।

এরপরই গ্রেপ্তার করা হয় ২৯ কর্নেল, ৪০ জেনারেল সহ কমপক্ষে ২৮৩৯ জন সেনা সদস্যকে। বরখাস্ত করা হয় ২৭৪৫ জন গুলেনপন্থি বিচারককে। গত শনিবার সাংবিধানিক আদালতের ২জন বিচারককে আটক করা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন