আন্তর্জাতিক ডেস্কঃ আটক হওয়ার পর প্রথমবারের মতো ১জন ব্রিগেডিয়ার জেনারেল মুক্তি পেলেন। তিনি হলেন ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল গুরগেন ।
তুরস্কের পশ্চিমাঞ্চলীয় কানাক্কালে প্রদেশের গেলিবোলু জেলায় ১৮তম মেকানাইজড ইনফ্যানট্রি ব্রিগেডের কমান্ডার তিনি। মুক্তি পেলেও অভ্যুত্থান চেষ্টায় তিনি জড়িত কিনা তার অনুসন্ধান ও বিচার কাজ চলবে। গত শুক্রবার রাতে চালানো অভ্যুত্থান চেষ্টা তুরস্কের জনগণ, পুলিশ ও সরকারপন্থি সেনারা বানচাল করে দেয় ।
এরপরই গ্রেপ্তার করা হয় ২৯ কর্নেল, ৪০ জেনারেল সহ কমপক্ষে ২৮৩৯ জন সেনা সদস্যকে। বরখাস্ত করা হয় ২৭৪৫ জন গুলেনপন্থি বিচারককে। গত শনিবার সাংবিধানিক আদালতের ২জন বিচারককে আটক করা হয়েছে ।