News71.com
 International
 18 Jul 16, 08:39 PM
 376           
 0
 18 Jul 16, 08:39 PM

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ তিন বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ তিন বাংলাদেশির মৃত্যু

 

নিউজ ডেস্ক: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মা ও ছেলেসহ ৩ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এছাড়া এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন বাংলাদেশি। গতকাল রবিবার বিকেলে সৌদি আরবের পবিত্র নগরী মক্কার আরাফাত ময়দানে এই দুর্ঘটনা ঘটে।

এই ঘটনায় নিহতরা হলেন- ঢাকার ধানমন্ডি এলাকার বাসিন্দা হেনা আক্তার (৪৫), তার ছেলে আরিফ আহমেদ (২২) ও নরসিংদীর রোকেয়া বেগম (৪০)। জেদ্দাহর বাংলাদেশ কনস্যুলেটের ফার্স্ট সেক্রেটারি আলতাফ হোসেন এ তথ্য বলেছেন।

দুর্ঘটনায় আহত ২ জন হলেন- সোহরাব হোসেন (৫০) ও হাফসা (১৩)। স্থানীয়দের বরাত দিয়ে আলতাফ হোসেন বলেন, বাংলাদেশিদের বহনকারী গাড়ির সঙ্গে অপর একটি গাড়ির সংঘর্ষে ওই তিন জন বাংলাদেশি নিহত হয়েছেন।

কনস্যুলেটের ওই কর্মকর্তা বলেন, দুর্ঘটনা সম্পর্কে তথ্য জানতে আমাদের কর্মকর্তারা ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছেন। হতাহতরা সৌদি আরবে ওমরাহ পালনের জন্য গিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।

নিহত তিন জন বাংলাদেশির মরদেহ আল নূর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এছাড়া আহত অপর দুজনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন