আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানকে বহনকারী বিমানটি আটক করতে চেয়েছিল অভ্যুত্থানকারীদের অন্তত দু'টি এফ-সিক্সটিন জঙ্গি বিমান। অভ্যুত্থান চলাকালে এরদোয়ান যখন মারমারিস অবকাশ কেন্দ্র থেকে বিমানে করে ইস্তাম্বুলে আসছিলেন তখন অভ্যুত্থানকারীদের অন্তত দু'টি বিমান তাদের পিছু নিয়েছিল বলে তুরস্কের একজন সাবেক সামরিক কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে সংবাদ সংস্থা।
জানা গেছে, এরদোয়ানের বিমানকেও দু'টি এফ-সিক্সটিন জঙ্গি বিমান নিরাপত্তা দিচ্ছিল। কিন্তু অভ্যুত্থানকারীদের বিমানগুলো তাকে বহনকারী বিমানের রাডার ব্যবস্থা অচল করে দিতে সক্ষম হয়। অভ্যুত্থানকারীরা এরদোয়ানের বিমানকে আটক করতে চেয়েছিল বলে খবরে উল্লেখ করা হয়েছে।
তুরস্কের সাবেক সামরিক কর্মকর্তা বলেছেন, অভ্যুত্থানকারীদের বিমান থেকে কেন গুলি ছোড়া হয়নি তা এখনও তার কাছে রহস্য হিসেবেই রয়ে গেছে। রয়টার্স সাক্ষাৎকারদাতা সামরিক কর্মকর্তার নাম প্রকাশ করেনি। আকাশে এরদোয়ানের বিমান সমস্যায় পড়েছিল।