News71.com
 International
 18 Jul 16, 12:32 PM
 374           
 0
 18 Jul 16, 12:32 PM

ব্যার্থ সেনা অভ্যুত্থানে জড়িতদের মৃত্যুদণ্ডের কথা ভাবছে তুরস্ক সরকার......

ব্যার্থ সেনা অভ্যুত্থানে জড়িতদের মৃত্যুদণ্ডের কথা ভাবছে তুরস্ক সরকার......

 

আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কে অভ্যুত্থান চেষ্টায় জড়িত বিদ্রোহী সেনা সদস্যদের মৃত্যুদণ্ড দেওয়ার কথা ভাবছে দেশটির সরকার। তবে এ জন্য বিরোধী দলগুলোর মতামতও নেওয়া হবে । যদিও তুরস্কে মৃত্যুদণ্ডের কোন বিধান নেই। তবে গত শুক্রবার সেনা অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর বিদ্রোহী সেনাদের মৃত্যুদণ্ড দেওয়া জন্য জনগণের পক্ষ থেকে দাবি উঠেছে। এরই প্রেক্ষিতে দেশটিতে মৃত্যুদণ্ড পুনর্বহালের বিষয়ে বিবেচনার কথা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ।

গতকাল এরদোয়ান বলেন, ‘গণতন্ত্রে সিদ্ধান্ত নেওয়া হয় জনগণ যা বলে তারই ভিত্তিতেই। আমি মনে করি, সরকার এ বিষয়ে বিরোধী দলগুলোর সঙ্গে কথা বলে একটি সিদ্ধান্তে উপনীত হবে। সূত্রে জানা গেছে, অভ্যুত্থান চেষ্টায় নিহতদের দাফন শেষে ইস্তাম্বুলে মৃত্যুদণ্ডের দাবিতে আন্দোলনরাত তুরস্কের সাধারণ জনগণের এক জনকীর্ণ সমাবেশে দেওয়া ভাষণে এরদোয়ান এসব কথা বলেন ।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘এ বিষয়ে আমরা কোনোভাবেই বিলম্ব করতে পারি না। যারা অভ্যুত্থানে অংশ নিয়েছিল তাদের সবাইকেই চড়া মূল্য দিতে হবে। ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার লক্ষ্যে ২০০৪ সালে তুরস্কে আইন সংস্কার করে মৃত্যুদণ্ড বাতিল করা হয়। নতুন করে মৃত্যেদণ্ডের আইন করা হলে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে নতুন করে বাধার মুখে পড়তে পারে তুরস্ক ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন