আন্তর্জাতিক ডেস্ক: 'মানুষ আমাকে জঙ্গি বলতে পারে। যদি আল্লাহর পথে লড়াই করা জঙ্গিবাদ হয়, তবে হ্যাঁ আমি জঙ্গি।'- ভারতের কেরালা রাজ্যে হারিয়ে যাওয়া তরুণদের মধ্যে ১ জন তার পরিবারকে এই মেসেজটি পাঠিয়েছে। কেরালা রাজ্যে হারিয়ে যাওয়া ১৫ জন তরুণের মধ্যে মোহাম্মদ মারওয়ান নামের একজন।
জানা গেছে, রাজ্যের হারিয়ে যাওয়া এই তরুণেরা ইসলামিক স্টেট (আইএস) নামধারী গোষ্ঠীতে যোগ দিয়েছে। টেলিগ্রাম অ্যাপস থেকে মারওয়ান এই মেসেজ পাঠায়। সেখানে সে আরো লেখেছে, 'এখানে আইএসের সঙ্গে কাজ শেষ করে ভারতে ফেরত আসব। কাশ্মির, গুজরাট ও মুজাফ্ফরনগরে থাকা মুসলিম ভাইদের হত্যার প্রতিশোধ নেব। এখানে মুসলমানেরা এমনকি শিশুরা মার্কিন ও রাশিয়ানদের বোমার আঘাতে মারা যাচ্ছে। যেখানে মুসলিম উম্মাহ'র ওপর আক্রমণ হচ্ছে সেখানে কিভাবে আমি শান্তিতে বসে থাকতে পারি।'
সে আরও বলে, এশিয়ার পশ্চিমাঞ্চলে থেকে সে ট্রেনিং নিচ্ছে। কিন্তু বিষয়টি নিয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি ভারতের নিরাপত্তা বিভাগের কর্মকর্তারা।