News71.com
 International
 18 Jul 16, 11:32 AM
 385           
 0
 18 Jul 16, 11:32 AM

গুজব ঠেকাতে ফেসবুক ব্লক আর্মেনিয়ায়

গুজব ঠেকাতে ফেসবুক ব্লক আর্মেনিয়ায়

 

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের ঠিক একদিন পর আর্মেনিয়ায় বেশ কিছু সময়ের জন্য ব্লক করে দেয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ধারণা করা হচ্ছে, রাজনৈতিক অস্থিরতা রুখতেই মাধ্যমটি ব্লক করা হয়।

আর্মেনিয়ার নিরাপত্তা সেবাদাতাদের পক্ষ থেকে বলা হয়েছে, গতকাল রবিবার সশস্ত্র একদল লোক তুরস্কের রাজধানী ইয়েরেভানের পুলিশ সদর-দপ্তরে অর্তকিতে হামলা চালায়। গত জুন মাসে গ্রেফতার হওয়া বিরোধী দলীয় কর্মী জিরাইফ সেফিলিয়ানকে ছাড়াতে এই হামলা চালানো হয়। তখন ওই সময় হামলাকারীরা অনলাইনে নানা গুজব রটাতে থাকে। এতে করে জনমনে অস্থিরতা দেখা দেয়। আর সেজন্য ব্লক করা হয় ফেসবুক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন