News71.com
 International
 18 Jul 16, 11:09 AM
 365           
 0
 18 Jul 16, 11:09 AM

তুরস্কে সেনা বিদ্রোহ : মহড়ার কথা বলে রাস্তায় নামানো হয় সেনা জওয়ানদের

তুরস্কে সেনা বিদ্রোহ : মহড়ার কথা বলে রাস্তায় নামানো হয় সেনা জওয়ানদের

আন্তর্জাতিক ডেস্ক: মহড়ার কথা বলে রাস্তায় নামানো হয় সেনা জওয়ানদের তুরস্কের ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জনগণের হাতে আটক সেনা জওয়ানরা বলেছেন, কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, মহড়ার কথা বলে সামরিক বাহিনীর জুনিয়র সেনাদেরকে রাস্তায় নামানো হয়েছিল। তারা বলেন, এটা যে অভ্যুত্থান ছিল বিষয়টি তারা কখনই জানত না।

সাধারণ জনতা যখন ট্যাংক দখল করে সেটাতে চড়ে বসছিল, তখন কিছু সেনা বুঝতে পারে অভ্যুত্থানের অংশ হিসেবেই তাদেরকে নামানো হয়েছিল রাস্তায়। জনগণের হাতে আটক হওয়ার পর সামরিক দফতরে জেরায় তারা এই সব তথ্য বলেন।

জানা গেছে, এখন পর্যন্ত অভ্যুত্থানে জড়িত প্রায় ৬০০০ জনকে আটক করা হয়েছে। দেশের জনগণের হাতে আটকদের মধ্যে ১ জন কমান্ডারও রয়েছে। সেনা অভ্যুত্থানের কারণ এবং এর সাথে কারা জড়িত জানতে আটক জওয়ানদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গত শুক্রবার রাতে তুরস্কে সেনাবাহিনীর একটি অংশ অভ্যুত্থানের চেষ্টা করে। প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগানের আহ্বানে সাড়া দিয়ে রাজপথে নেমে আসে সাধারণ মানুষ। তাদের সঙ্গে যোগ দেন গণতন্ত্রকামী সেনা ও পুলিশ সদস্যরা। ব্যর্থ সেই অভ্যুত্থানের ঘটনায় অন্তত ২৬৫ জন নিহত হয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন