আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কে সেনাবাহিনীর অভ্যুত্থান প্রচেষ্টার ঘটনাকে কেন্দ্র করে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের টানাপড়েন সৃষ্টি হয়েছে। ন্যাটো জোটভুক্ত দেশ দুটির মধ্যে সৃষ্টি হয়েছে অবিশ্বাস। অভ্যুত্থান প্রচেষ্টায় মদদ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে সরাসরি দোষারোপ, যুক্তরাষ্ট্রে স্বেচ্চায় নির্বাসিত ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনকে ফেরত প্রদানের দাবির পর তুরস্কের বিমান ঘাঁটি থেকে আইএসবিরোধী সামরিক অভিযান বন্ধ করে দেওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
যুক্তরাষ্ট্র বলছে, এ ধরনের দোষারোপ চরম ভুল ও দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য ক্ষতিকর। যথাযথ প্রমাণপত্র দেখাতে পারলে ফেতুল্লাহ গুলেনকে ফেরত দেওয়া নিয়ে যুক্তরাষ্ট্র ভাববে বলেও জানিয়েছে।
পর্যবেক্ষকরা বলছেন, দুই দেশের টানাপড়েনের কেন্দ্রে আছেন তুর্কি ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেন। তিনি গত দুই দশক ধরে যুক্তরাষ্ট্রে স্বেচ্ছায় নির্বাসিত জীবন যাপন করছেন। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বসবাসরত এই ধর্মীয় নেতা ইসলামের রহস্যময় এক দর্শনকে উৎসাহ দিয়ে যাচ্ছেন। তিনি গণতন্ত্র, শিক্ষা, বিজ্ঞান ও আন্তধর্মীয় সংলাপে বিশ্বাসী হিসেবে নিজেকে পরিচয় দেন।
তুরস্কে হিজমত আন্দোলনের প্রবক্তা গুলেনের সঙ্গে ডানপন্থী জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির নেতা ও তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের সম্পর্ক বরবারই ভালো ছিল। কিন্তু এরদোয়ান সরকারের শীর্ষ ব্যক্তিদের ব্যাপক দুর্নীতির অভিযোগের তদন্তের সূত্র ধরে উভয়ের সম্পর্কের চরম অবনতি হয়।
তখন থেকেই গুলেনের বিরুদ্ধে সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ করে আসছে এরদোয়ান সরকার। একই সঙ্গে গুলেনকে তুরস্কের হাতে তুলে দিতেও অনুরোধ করে। কিন্তু তুরস্কের নিরাপত্তার জন্য ফেতুল্লাহ গুলেন হুমকি—এমন কোনো প্রমাণ দেখাতে না পারায় যুক্তরাষ্ট্র তাঁকে ফেরত দেয়নি। সর্বশেষ শুক্রবার রাতে অভ্যুত্থান প্রচেষ্টায় গুলেন জড়িত বলে অভিযোগ করে তুরস্কের সরকার। যদিও গুলেন সংবাদ সম্মেলন করে এ অভিযোগ প্রত্যাখ্যান এবং অভ্যুত্থান প্রচেষ্টার নিন্দা করেছেন।
গত শনিবার বিকেলে এক টেলিভিশন ভাষণে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান ফেতুল্লাহ গুলেনকে ফেরত দেওয়ার দাবি জানিয়ে ওয়াশিংটনের উদ্দেশে কোনো রাখঢাক না করেই বলেছেন, ‘সন্ত্রাসী প্রত্যর্পণের জন্য তুরস্ক কখনোই যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করেনি। আমরা যদি কৌশলগত অংশীদার হই, তাহলে আপনাদেরও উচিত আমাদের অনুরোধ রক্ষা করা।’ এর আগে সকালে জনতার সামনে ভাষণে তিনি অভিযোগ করেছিলেন, সেনাবাহিনীর একাংশের অভ্যুত্থান প্রচেষ্টার সঙ্গে ফেতুল্লাহ গুলেন জড়িত।
প্রেসিডেন্টের কথার সূত্র ধরে আরো আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে উদ্দেশ করে বলেন, ‘কোনো দেশ যদি তাঁর (ফেতুল্লাহ গুলেন) পেছনে থাকে, তাহলে ওই দেশ তুরস্কের বন্ধু নয়। বলা যায় ওই দেশ তুরস্কের বিরুদ্ধে গুরুতর যুদ্ধে লিপ্ত। আজকের এই অভ্যুত্থান প্রচেষ্টার পর আমি আবারও আপনাকে বলছি, ওই ব্যক্তিকে পেনসিলভানিয়া থেকে তুরস্কের হাতে সমর্পণ করুন।’
প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আরো কড়া ভাষায় কথা বলেন তুরস্কের শ্রমমন্ত্রী সুলেইমান সুলি। তিনি অভ্যুত্থান প্রচেষ্টার নেপথ্যে যুক্তরাষ্ট্র রয়েছে বলে সরাসরি অভিযোগ আনেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র অভ্যুত্থান প্রচেষ্টার পেছনে রয়েছে। গত কয়েক মাস ধরে পরিচালিত তৎপরতা চালানো হচ্ছে—এমন কথা যুক্তরাষ্ট্রের কিছু সাময়িকীতেও প্রকাশ পেয়েছে। গত কয়েক মাস ধরেই আমরা ফেতুল্লাহ গুলেনকে ফেরত চেয়ে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছি। যুক্তরাষ্ট্রকে অবশ্যই তাঁকে ফেরত পাঠাতে হবে।’
তবে সেনা অভ্যুত্থান প্রচেষ্টার পেছনে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ওবামা প্রশাসন। মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে অভ্যুত্থান প্রচেষ্টায় জড়িতদের বিচারে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করারও আহ্বান জানানো হয়েছে।
তুরস্কের অভিযোগের বিষয়ে শনিবার লুক্সেমবার্গ সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা। এ সময় তিনি বলেন, ফেতুল্লাহ গুলেনের বিরুদ্ধে তুরস্ক আগে থেকেই অভিযোগ জানিয়ে আসছে। কিন্তু তুরস্ককে বলা হয়েছে, গুলেনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ যুক্তরাষ্ট্রের কাছে উপস্থাপন করার জন্য। কেরি আরো বলেন, ফেতুল্লাহ গুলেন যে তুরস্কের নিরাপত্তার জন্য হুমকি, তার যথাযথ প্রমাণ দেওয়া হলে যুক্তরাষ্ট্র গুলেনের বিষয়টি ভেবে দেখবে।
জন কেরি বলেন, ‘ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে প্রকাশ্যে খোঁচাখুঁচি করা কিংবা দাবি করা দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য চরম ভুল এবং ক্ষতিকর। তিনি জানান, এ বিষয়ে তিনি তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। এ সময় গুলেনের ব্যাপারে উপযুক্ত প্রমাণ উপস্থাপন করতে বলেছেন।
এই অবস্থায় আইএসবিরোধী যুদ্ধে তুরস্কের সহযোগিতা এবং শরণার্থী বিষয়ে চুক্তির গ্যারান্টর হিসেবে তুরস্কের ভূমিকা অটুট থাকবে কি না তা প্রশ্নের মুখে পড়েছে। পর্যবেক্ষকরা তা অব্যাহত থাকবে বলে আশা করছেন। তবে ফেতুল্লাহ গুলেন ইস্যু গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
অন্যদিকে অভ্যুত্থান প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের ‘ভূমিকা’র প্রত্যক্ষ প্রভাব দেখা গেছে তুরস্কের দক্ষিণ সীমান্তের বিমান ঘাঁটি ব্যবহার করতে না দেওয়ার মধ্যে। আইএস জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধে তুরস্কের নিজস্ব যুদ্ধবিমানের উড্ডয়নও দক্ষিণের বিমান ঘাঁটি থেকে বন্ধ রাখা হয়েছে। পেন্টাগন জানিয়েছে, তুরস্ক সরকারের কাছ থেকে নতুন করে অনুমতি নেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে। এর মধ্যে সব মার্কিন যুদ্ধবিমানকে দক্ষিণের বিমানবন্দরটিতে বসিয়ে রাখা হয়েছে। পেন্টাগনের মুখপাত্র পিটার কুক জানিয়েছেন, তুরস্কের দক্ষিণে সিরিয়া সীমান্তের বিমান ঘাঁটির বিদ্যুৎ সংযোগও বন্ধ করে দিয়েছে তুরস্ক।