নিউজ ডেস্ক : বিদেশ শব্দটিকে মানুষ এখন অনন্য এক দৃষ্টিতে দেখে । ছুটে চলে যেতে চায় দেশের গন্ডি পেরিয়ে । কেউবা যায় অভাবের তাড়নায় আবার কেউ যায় শখের বসে । কিন্তু সবার ক্ষেত্রে অনুমোদন থাকেনা । তাদেরকে আইনের আওতায় গ্রেপ্তার করে ঐ দেশের পুলিশ । সাজা প্রাপ্ত হন অনেকে ।
বাহরাইন এমন একটি দেশ যেখানে কাজের জন্য অনেক দেশ থেকে ছুটে যায় মানুষ । বাংলাদেশও তার ব্যতিক্রম নয় । ফলে বাংলাদেশিদের আটক হওয়া বিষয় টি স্বাভাবিক । সম্প্রতি শতাধিক বাংলাদেশি বন্দিকে মুক্তি দিয়েছে বাহরাইন সরকার। বিভিন্ন মামলা ও অভিযোগে কারাগারে থাকা এসব বাংলাদেশিকে মুক্তির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
সম্প্রতি সাজাপ্রাপ্ত ৫৫৯ জন বন্দিকে মুক্তি দেয় দেশটির সরকার। এর মধ্যে শতাধিক বাংলাদেশি রয়েছেন বলে একটি সূত্রে জানা যায়। পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতরকে কেন্দ্র করে বন্দিদের মুক্তি দেওয়ার এ উদ্যোগ গ্রহণ করে দেশটি।