আন্তর্জাতিক ডেস্কঃ বিষাক্ত মদ পান করে ভারতের উত্তর প্রদেশের এটা জেলায় ২১ জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছে প্রায় ১২ জন। এছাড়া দৃষ্টি শক্তি হারিয়েছেন অনেকে ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে এটা জেলার জোহারি দরবাজা এলাকায় একটি গেট টুগেদার পার্টিতে ওই বিষাক্ত মদ পানের সঙ্গে সঙ্গেই অসুস্থ হয়ে পড়েন সবাই। অনেকেই বমি করতে শুরু করেন। কয়েকজনের দৃষ্টি শক্তি ঝাপসা হয়ে যায়।
এরপরই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওযা হয় তাদের। পথেই ৫ জনের মৃত্যু হয়। এরপর আজ সকাল থেকে নিহতের সংখ্যা বাড়তে থাকে। সন্ধ্যা পর্যন্ত ২১ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে ।
এই খবর ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসে জেলা প্রশাসন। ঘটনাস্থলে ছুটে যান জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। এরপর রাজ্যটির মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব জেলার সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট, জেলার আবগারি দফতরের কর্মকর্তা এবং সার্কেল অফিসারসহ সংশ্লিষ্ট কয়েকটি দফতরের কর্মীদের সাসপেন্ড করেন। ঘটনায় ৭ পুলিশকর্মীকেও সাসপেন্ড করা হয়েছে ।