আন্তর্জাতিক ডেস্ক: পাঞ্জাবের নিকটবর্তী পাকিস্তান-ভারত সীমান্তে আজ বিকাল ৫টা ৩০ মিনিটের দিকে একটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। ভারতের আবহাওয়া বিভাগ বলেছেন, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ৪.৬ ছিল। ভূমিকম্পের প্রভাবে ভারতের অমৃতসর, পাকিস্তানের লাহোর ও শেইখুপুরাসহ দেশটির অন্যান্য অঞ্চলে মৃদৃ ভূকম্পন অনুভূত হয়েছে।
ভারতের আবহাওয়া বিভাগের তথ্যমতে, ভূপৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে সৃষ্ট ভূমিকম্পটি আজ বিকাল ৫টা ৩০ মিনিটের আঘাত আনে। এর প্রভাবে পাঞ্জাবের ফাজিলকা ও ফিরোজপুরেও মৃদু কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।