আন্তর্জাতিক ডেস্ক: সিরীয় সীমান্তের কাছাকাছি আইএসের বিরুদ্ধে হামলায় যুক্তরাষ্ট্রের ব্যবহৃত তুরস্কের একটি বিমান ঘাঁটি থেকে ব্যর্থ সেনা অভ্যুত্থানের সঙ্গে জড়িত সন্দেহে কয়েকজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। এই আটককৃতদের মধ্যে তুরস্কের বিমান বাহিনীর ১ জন জেনারেল এবং অন্য কয়েকজন কর্মকর্তাও রয়েছেন।
সিরিয়ায় তৎপর সন্ত্রাসীদের বিরুদ্ধে কথিত বিমান অভিযানে তুরস্কের ইনজারলিক নামে এই ঘাঁটিটি ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। সেখান থেকে আটক তুর্কি বিমান বাহিনীর জেনারেল বেকির এরকান ভানকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তার সঙ্গে এক ডজনেরও অনুগত সেনা কর্মকর্তাকেও আটক করা হয়।
তুরস্কের এক কর্মকর্তার বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি বলেন, আংকারা ধারণা করছে এ বিমান ঘাঁটি থেকে অভ্যুত্থানকারীরা জঙ্গি বিমানে জ্বালানি নিয়েছে।
গত বছর তুরস্ক ইনজারলিক বিমান ঘাঁটিটি যুক্তরাষ্ট্রের ব্যবহারের অনুমতি দেয়। সেখান থেকে দেশটি উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের বিরুদ্ধে কথিত বিমান হামলা চালাচ্ছে। কিন্তু এই সব হামলার তেমন কোনো প্রভাব দেখা যায় না।
ইনজারলিক বিমান ঘাঁটিটি কৌশলগত দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে যুক্তরাষ্ট্রের অত্যন্ত নির্ভরযোগ্য মার্কিন যুদ্ধবিমান এ-১০ রয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্য অঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর যে ৬ টি ঘাঁটি রয়েছে এটি তার একটি। সেখানে পরমাণু বোমাও রাখা হয়েছে।