News71.com
 International
 17 Jul 16, 06:58 PM
 429           
 0
 17 Jul 16, 06:58 PM

কর্নেলসহ ৮ তুর্কি পলাতক সেনা গ্রিসে বিচারের মুখোমুখি.....

কর্নেলসহ ৮ তুর্কি পলাতক সেনা গ্রিসে বিচারের মুখোমুখি.....

 

আন্তর্জাতিক ডেস্ক: অথ্যুত্থানে ব্যর্থ হয়ে একটি হেলিকপ্টার নিয়ে গ্রিসে পালিয়ে যাওয়া কর্নেলসহ ৮ সেনা সদস্যকে গ্রিসে বিচারের মুখোমুখি করা হয়েছে। আজ রবিবার সকালে ওই সেনাদের গ্রিসের আলেকজাদ্রোপলির আদালতে সিভিল পোশাকে হাতকড়া পরা অবস্থায় হাজির করা হয় বললেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভাসগলু।

আবার এদিকে, তুরস্কের আইনজীবীরা বলেছেন, আসামিদের বিরুদ্ধে অবৈধভাবে গ্রিসে প্রবেশ এবং তুরস্ক ও গ্রিসের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিন্নের অভিযোগ আনা হবে।

প্রসঙ্গত, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিরুদ্ধে সেনাবাহিনীর একাংশের অভ্যুত্থানের চেষ্টায় দেশটির আঙ্কারা ও ইস্তাম্বুলে গত শুক্রবার রাতভর সংঘর্ষ হয়। এতে করে ২৬৫ জন নিহত হন, যাদের অধিকাংশই সাধারণ নাগরিক। তারপরে জনগণের কাছে আত্মসমপর্ণ করে অভ্যুত্থানকারীরা। এদের মধ্যে কর্নেলসহ ৮ সেনা একটি হেলিকপ্টার যোগে গ্রিসে পালিয়ে যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন