আন্তর্জাতিক ডেস্ক: জাপানের পূর্বাঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ৫। আজ রবিবার এই কম্পন অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলেছেন, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল টোকিও থেকে ৪৪ কিলোমিটার উত্তরপূর্বে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৪৪ কিলোমিটার নিচে। ভূমিকম্পের ফলে টোকিও ভবন কেঁপে উঠলে তেমন কোন ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি। এছাড়া এতে করে সুনামি সতর্কতা জারি করা হয়নি।