News71.com
 International
 17 Jul 16, 02:46 PM
 472           
 0
 17 Jul 16, 02:46 PM

ফেসবুকে পুলিশ হত্যার আহ্বান জানিয়ে যুবক গ্রেফতার

ফেসবুকে পুলিশ হত্যার আহ্বান জানিয়ে যুবক গ্রেফতার

 

আন্তর্জাতিক ডেস্ক: এক টিভি স্টেশনের ফেসবুক পেজে 'শ্বেতাঙ্গ পুলিশ হত্যা'র আহ্বান জানানোয় গ্রেফতার করা হয়েছে নিউ ইয়র্কের এক যুবককে। পাঁচ ঘণ্টার অনুসন্ধান শেষে ডেরিখ হডসন নামের ১৯ বছর বয়সী ওই যুবককে গ্রেফতার করেছে মার্কিন পুলিশ।

গত বুধবার হডসন 'ডব্লিউজিএক্সএ-টিভি' নামের এক টিভি স্টেশনের ফেসবুক পেজে লিখেন, 'সকল শ্বেতাঙ্গ পুলিশকে কতল কর'। এতে করে তার বিরুদ্ধে হত্যায় মানুষকে উৎসাহ দেয়ার অভিযোগ আনা হয়।

গত ৫ জুলাই লুজিয়ানায় পুলিশের গুলিতে আল্টন স্টার্লিং নামের এক ব্যক্তি নিহত হন। স্টার্লিংয়ের গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার ঘটনার ভিডিও সোশ্যাল নেটওয়ার্কে পোস্ট হলে তা মুহুর্তেই ভাইরাল হয়ে যায়। এই ঘটনার জেরে হডসন ওই কমেন্ট করেন।

কেবল ওই কমেন্ট-ই নয়, এর পাশাপাশি একটি ভিডিও পোস্ট করেন হডসন, যাতে বাবার গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া নিয়ে কথাও বলেন স্টার্লিংয়ের ১৫ বছর বয়সী ছেলে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন