News71.com
 International
 17 Jul 16, 02:44 PM
 397           
 0
 17 Jul 16, 02:44 PM

সুদানের দারফুরে বন্যায় ৯ জনের মৃত্যু  

সুদানের দারফুরে বন্যায় ৯ জনের মৃত্যু   

 

আন্তর্জাতিক ডেস্ক: সুদানের যুদ্ধ কবলিত দারফুর অঞ্চলে গতকাল শনিবার ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় ৯ জন মারা গেছে। নর্থ দারফুর রাজ্যের রাজধানী এল-ফাশেরে মৃত্যুর এই ঘটনা ঘটে। শহরের পৌর কমিশনার এলতিজানি আব্দুল্লাহ্ সালেহ্ বলেছেন, 'এল-ফাশের উত্তর ও পূর্বাঞ্চলে ভারী বর্ষণের কারণে বন্যা দেখা দিয়েছে।' তিনি আরও বলেন, বন্যায় অস্থায়ী আশ্রয় শিবিরের ২ জনসহ ৯ জন ডুবে মারা গেছে।

জানা গেছে, জাতিসংঘের সহায়তা সংস্থাগুলো চলতি বছরের জুলাই ও নভেম্বরের মধ্যবর্তী সময়ে বন্যা হতে পারে বলে সতর্ক করেছিল। গত মাসে সেনার রাজ্যে আকস্মিক বন্যা ও ভারী বৃষ্টিপাতে ২ হাজার ৫শত ও তার বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন