News71.com
 International
 17 Jul 16, 02:43 PM
 445           
 0
 17 Jul 16, 02:43 PM

আইনি জটিলতায় বলিউড স্টার অনিল কাপুর

আইনি জটিলতায় বলিউড স্টার অনিল কাপুর

 

আন্তর্জাতিক ডেস্ক: নিজের টিভি সিরিয়াল ‘২৪’-এর প্রচারে ট্রেনে উঠে আইনি জটিলতায় পড়েছেন অনিল কাপুর। ট্রেনে তিনি রেলের অনুমতি নিয়েই উঠেছিলেন। কিন্তু চলন্ত লোকাল ট্রেনের দরজার শেষান্তে দাঁড়িয়ে ঝুলে ঝুলে ছবি তুলে আইনি জটিলতায় পড়েছেন তিনি। অনিল ও তার প্রযোজনা প্রতিষ্ঠানকে আইনি নোটিশ পাঠিয়েছে পশ্চিম ভারতের রেলওয়ে কর্তৃপক্ষ।

জানা গেছে, গত বৃহস্পতিবার মুম্বাইয়ের চার্চগেট স্টেশন থেকে ট্রেনে ওঠেন অনিল কাপুর। ট্রেন ও প্ল্যাটফর্মে ছবি তোলার অনুমতি ছিল তাদের কাছে। গত শুক্রবার সেই ছবি সম্প্রচারিত হলে দেখা ‌যায় ট্রেনের দরজা থেকে ঝুলে ছবি তুলছেন তিনি। এর পরই অনিল কাপুরকে আইনি নোটিশ পাঠায় রেলওয়ে কর্তৃপক্ষ।

রেলের আইন অনু‌যায়ী ফুটবোর্ডে ‌দাঁড়িয়ে ‌যাত্রা করা বা চলন্ত ট্রেনে দেহের কোনও অংশ কামরার বাইরে বার করা দণ্ডনীয় অপরাধ। এই দুই অপরাধই করেছেন অনিল কাপুর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন