News71.com
 International
 17 Jul 16, 01:11 PM
 422           
 0
 17 Jul 16, 01:11 PM

কাশ্মিরে ছাপাখানায় পুলিশের অভিযান ।।সংবাদপত্র বাজেয়াপ্ত, ইন্টারনেট বন্ধ

কাশ্মিরে ছাপাখানায় পুলিশের অভিযান ।।সংবাদপত্র বাজেয়াপ্ত, ইন্টারনেট বন্ধ

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের গুরুত্বপূর্ণ কয়েকটি সংবাদপত্রের দফতরে পুলিশ অভিযান চালিয়েছে। এ সময় কয়েকজন কর্মীকে আটক করেছে পুলিশ ।

বিতর্কিত এ রাজ্যের সংবাদপ্রকাশ বন্ধ করে দেয়ার অংশ হিসেবে এ তৎপরতা চালানো হয়েছ। মুসলমান অধ্যুষিত অঞ্চলটিতে কারফিউ অষ্টম দিনে পা রাখার পর সেখানে এ জাতীয় তৎপরতার খবর পাওয়া গেল ।

গতকাল রাতে পুলিশ ছাপাখানায় হামলা করেছে এবং কাশ্মির রিডারের ছাপানো কপিগুলো জব্দ করেছে। এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। এ ছাড়া, দৈনিকের ৮ কর্মীকে আটক করা হয়েছে । তাছাড়া, দৈনিকটির যে সব কপি বিতরণ করা হয়েছিল তাও ফিরিয়ে আনার নির্দেশ পুলিশ দিয়েছে বলে স্থানীয় অধিবাসীরা জানিয়েছেন ।

এদিকে গ্রেটার কাশ্মির ওই ওয়েব সাইটে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, উর্দুভাষী দৈনিক কাশ্মির উজমার অর্ধ লক্ষ কপি বাজেয়াপ্ত করা হয়েছে। এ ছাড়া, গ্রেটার কাশ্মিরের ছাপাখানা বন্ধ করেও দিয়েছে পুলিশ। ভারতীয় কর্তৃপক্ষ কাশ্মিরের আগেই ইন্টারনেট এবং কেবল টেলিভিশনের প্রচার বন্ধ করে দিয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন