আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক বিক্ষোভকারী এবং তিন গেরিলা নিহত হয়েছেন। গত সপ্তাহে ২২ বছর বয়সী গেরিলা কমান্ডার বুরহান ওয়ানি নিহত হওয়ার পর ভারতের রাজ্যটিতে চলমান সংঘর্ষে এই নিয়ে অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। দিনে গড়ে পাঁচজনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছে। আর এদের মধ্যে আহত হয়েছে ৩১০০ এর বেশি। আহতদের মধ্যে অর্ধেক নিরাপত্তা বাহিনীর সদস্য।
কারফিউ উপেক্ষা করে বিক্ষোভকারীরা গতকাল শনিবার বিকেলে কুপওয়ারা জেলার একটি থানায় হামলা করলে একজন বিক্ষোভকারী নিহত এবং দুই জন আহত হয়। অবশ্য কাশ্মিরের অন্য এলাকায় পরিস্থিতি তুলনামূলক ভাবে শান্ত ছিল।
আবার এদিকে, কাশ্মিরের পুঞ্চ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে 'এনকাউন্টারে' ৩ জন গেরিলা নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে। গতকাল শনিবার খুব সকালে এ 'এনকাউন্টার' ঘটেছে। তবে এই গোলাগুলির কোন বিস্তারিত বর্ণনা পাওয়া যায়নি।