News71.com
 International
 17 Jul 16, 01:08 PM
 405           
 0
 17 Jul 16, 01:08 PM

সিরিয়ায় আলেপ্পো শহরে বিমান হামলায় নিহত ২৮

সিরিয়ায় আলেপ্পো শহরে বিমান হামলায় নিহত ২৮

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার আলেপ্পো শহরে বিমান হামলায় শিশুসহ নিহত হয়েছেন অন্তত ২৮ জন । যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণকারী সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এমনটাই বলছে। শহরের পূর্বাঞ্চলে বিদ্রোহী-নিয়ন্ত্রিত এলাকায় সিরিয়া বা রাশিয়ার বিমান এই হামলা চালিয়েছে বলে বলা হচ্ছে। আলেপ্পোতে অবস্থান করা এক সূত্র জানিয়েছেন, শহরের একাধিক এলাকায় ব্যারল বোমা ফেলা হয়েছে। একটি হাসপাতালেও বোমা আঘাত হেনেছে। এতে হাসপাতালের কিছু কর্মী ও রোগী আহত হয়েছেন ।

এক চিকিৎসক বলেছেন, বোমা হামলায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে, হাসপাতালটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। সিরিয়া সরকারের ভাষ্য, তাদের নিয়ন্ত্রিত আলেপ্পোর পশ্চিমাঞ্চলে বিদ্রোহীরা শেল ছুড়েছে। এতে অন্তত ১জন নিহত হয়েছে ।

একসময় সিরিয়ার বাণিজ্য ও শিল্পের কেন্দ্রস্থল ছিল এই আলেপ্পো শহর। ২০১২ সাল থেকে শহরটির নিয়ন্ত্রণ ২টি পক্ষের হাতে চলে যায়। সরকারপক্ষ শহরের পশ্চিমাংশ নিয়ন্ত্রণ করছে। আর বিদ্রোহীরা নিয়ন্ত্রণ করছে পূর্বাঞ্চল। সাম্প্রতিক সময়ে রাশিয়ার বিমান হামলার সহায়তায় সিরিয়ার সরকারি বাহিনী বিদ্রোহীদের কোণঠাসা করে ফেলে। শহরটির নিয়ন্ত্রণ নিয়ে সংঘাতকে কেন্দ্র করে গত ফেব্রুয়ারিতে একটি যুদ্ধবিরতিও ভেঙে পড়ে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন