News71.com
 International
 17 Jul 16, 11:13 AM
 612           
 0
 17 Jul 16, 11:13 AM

অবশেষে জাতীয় ও আন্তর্জাতিক চাপে সুর নরম করলেন মমতা ।। কেন্দ্রের কাছে পশ্চিমবঙ্গে অবস্থিত বাংলাদেশি অপরাধীদের তথ্য চাইলেন তিনি....

অবশেষে জাতীয় ও আন্তর্জাতিক চাপে সুর নরম করলেন মমতা ।। কেন্দ্রের কাছে পশ্চিমবঙ্গে অবস্থিত বাংলাদেশি অপরাধীদের তথ্য চাইলেন তিনি....

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে কেন্দ্রের চাপে নড়ে চড়ে বসলেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কেন্দ্র দীর্ঘদিন ধরেই তাকে পশ্চিমবঙ্গে অবস্থানরত দেশী ও বিদেশী সন্ত্রাসী ও জঙ্গীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের সুপারিশ করে আসছিল। বিশেষ করে গত ২০১৫ সালের শুরুতে খাগড়াগড়ে বিস্ফোরণের পর রাজ্যের উপর কেন্দ্র চাপ বাড়ায় । খাগড়াগড় ইস্যুতে প্রকাশ্যে সামনে আঁশে বাংলাদেশের নাম। রয়টার্সের খবর অনুযায়ি সেই সময়ে পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমানের খাগড়াগড়ে বসেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করেছিল। এসময় তারা বেশ কিছু শক্তিশালী বোমা বানিয়ে বাংলাদেশে পাঠায় । উঠে আসে বাংলাদেশের বোমা মিজানসহ বেশ কয়েকজন ভয়ঙ্কর সন্ত্রাসী-জঙ্গীর নাম।

এসময় পশ্চিমবঙ্গের জঙ্গী মদদ দাতাদের মধ্যে উঠে আসে রাজ্যের শাসক তৃনমুল কংগ্রেসের নাম । অভিযোগের তীর যায় সরাসরি তৃনমুলনেত্রী মমতা বন্দোপধ্যায়ের দিকে । এসময় ভারতে নরেন্দ্র মোদীর নেতৃত্বের সরকার এটাকে রাজনৈতিক ইস্যু করে চাপ সৃষ্টি করে তৃনমুলের উপর। মমতাকে কাত করতে এসময় বিজেপির পাশাপাশি মাঠে নামে রাজ্যের বাম-কংগ্রেসও। এসময় সংবাদমাধ্যমে সরাসরি উঠে আসে তৃনমুলের কয়েকজন সাংসদের নাম। কিন্ত তৃনমুল নেত্রী ছিলেন রহস্যজনক নিরব। তবে এবার বাংলাদেশের গুলশানে ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গী হামলার পর পশ্চিমবঙগ সরকারের উপর আভ্যন্তরিন ও আন্তর্জাতিক চাপ বাড়ে । ফলে অনেকটা বাধ্য হয়েই নড়ে চড়ে বসলেন তৃনমুল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপধ্যায় । কেন্দ্রে আহবানে সাড়া দিয়ে তিনি বলেছেন বাংলাদেশের অপরাধীদের সম্পর্কে যা কিছু তথ্য ভারত সরকারের কাছে আসবে, তা যেন সঙ্গে সঙ্গে রাজ্য সরকারকে জানানো হয়। এর ফলে অপরাধ ঠেকানো ও অপরাধীদের গ্রেপ্তার করা সহজ হবে।

জানাগেছে গতকাল শনিবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকা আন্তরাজ্য পর্ষদের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় এই সুপারিশ করেন। ১০ বছর পর এই বৈঠক অনুষ্ঠিত হলো। দেশের প্রায় সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীরা এই বৈঠকে যোগ দেন।

এই বৈঠকে অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়টি বড় হয়ে ওঠে। প্রধানমন্ত্রী মোদি তাঁর ভাষণে বলেন, আজকের দিনে অভ্যন্তরীণ নিরাপত্তার চ্যালেঞ্জ বিশাল। চারদিকে যা ঘটছে, তার প্রভাব থেকে কোনো দেশই মুক্ত নয়। সন্ত্রাস সবার কাছেই বড় চ্যালেঞ্জ। এর মোকাবিলাও সবাইকে নিয়ে করতে হবে। সে জন্য তথ্যের আদান-প্রদান হওয়া অত্যন্ত জরুরি।

এরই জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সুপারিশ দেন। দিনভর সম্মেলনের পর কলকাতায় রওনা হওয়ার আগে সন্ধ্যায় সংবাদমাধ্যমকে তিনি বলেন, রাজ্যকে প্রয়োজনীয় তথ্য জানানোর দাবি তিনি জোরালোভাবে বৈঠকে জানিয়েছেন। বাংলাদেশে অপরাধ করে পশ্চিমবঙ্গে গা ঢাকা দিয়ে অনেকেই থাকে বলে শোনা যায়। এই অবৈধ অভিবাসীদের সম্পর্কে কোনো তথ্যই রাজ্যকে কেন্দ্র জানায় না। অথচ এই তথ্য পেলে রাজ্য সতর্ক থাকতে পারে।

পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় কিছুদিন আগে এক নার্স ধর্ষিত হয়েছিলেন। তদন্তের পর দেখা যায়,
অপরাধীরা বাংলাদেশি। বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণের পরেও ধৃত ব্যক্তিদের বাংলাদেশি যোগসাজশ ধরা পড়ে। মমতা চান, ঢাকার কাছ থেকে দিল্লি এ ধরনের যে খবর পাবে, সঙ্গে সঙ্গেই যেন তা পশ্চিমবঙ্গ সরকারকে জানানো হয়। তথ্যের এই আদান-প্রদান অপরাধ কমানো ও অপরাধীদের গ্রেপ্তার করতে সাহায্য করবে। তিনি আরও বলেছেন, নিরাপত্তা জোরদার করতে রাজ্যের পুলিশি ব্যবস্থায় যে সংস্কার প্রয়োজন, তার খরচ কেন্দ্রের দেওয়া দরকার।

মমতা এই প্রসঙ্গে বৈঠকে বলেছেন, আইনশৃঙ্খলা রাজ্য সরকারের বিষয়। অতএব নিছক আইনশৃঙ্খলা নিয়ে কেন্দ্রকে কিছু জানানোর মানে হয় না। তবে রাজ্য সরকার সীমান্ত অঞ্চলের নিরাপত্তাসংক্রান্ত বিষয় নিয়ে কেন্দ্রকে অবহিত করবে। জানাগেছে পশচিবঙগের মুখ্যমন্ত্রী আবার দিল্লি আসবেন ২৫ জুলাই। সেই সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর একান্ত বৈঠক হওয়ার কথা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন