নয়াদিল্লি সংবাদদাতা : আন্তঃরাজ্য পরিষদের বৈঠকের পর কেন্দ্রকে আক্রমণের পথে মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সঙ্গে কথা না বলে আলোচ্য-সূচি ঠিক করার অভিযোগ। রাজ্যের ঘাড়ে থাকা ঋণ মকুব নিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠনের দাবি তুলে বললেন, রাজ্য ডুবলে, কেন্দ্রও ডুববে। আন্তঃরাজ্য পরিষদের বৈঠক থেকে বেরিয়ে এভাবেই কেন্দ্রকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিনের বৈঠক থেকে নরেন্দ্র মোদী বারবার কেন্দ্র-রাজ্য সম্পর্কের উন্নতির কথা বলেছেন। কিন্তু, বৈঠক থেকে বেরিয়ে মমতা অভিযোগ করেন, এখানে কী নিয়ে আলোচনা হবে, সেটা পর্যন্ত রাজ্যের মত না নিয়েই ঠিক করেছে কেন্দ্র। তাঁর প্রশ্ন, আলোচনার আগে অ্যাজেন্ডা ঠিক হলে রাজ্য তাদের কথা বলবে কী করে?
রাজ্যের ঘাড়ে থাকা ঋণ মকুবের দাবিতে বারবারই দিল্লির দ্বারস্থ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন আন্তঃরাজ্য পরিষদের বৈঠকের পরও এই ইস্যুতে সুর চড়াতে ভোলেননি তিনি। এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের পাশাপাশি তিনি টেনে এনেছেন কেরল, পঞ্জাব, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশের কথাও। কেন্দ্র যেভাবে রাজ্যের একের পর এক প্রকল্পে টাকা দেওয়া বন্ধ করেছে, তা নিয়েও সুর চড়াতে ভোলেননি তিনি।
মোদী যেখানে এবছরের মধ্যে সবার কাছে আধার কার্ড পৌঁছে দেওয়ার আশ্বাস দিচ্ছেন, সেখানে এই ইস্যুতেও তাঁর আপত্তি ফের বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের দাবিদাওয়া আদায়ের স্বার্থে তিনি যে কেন্দ্রের সঙ্গে সংঘাতে যেতেও পিছপা হবেন না, এদিন নানা ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে সেই বার্তা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এমনটাই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের।