News71.com
 International
 16 Jul 16, 09:10 PM
 464           
 0
 16 Jul 16, 09:10 PM

তুরস্কের অভ্যুত্থানচেষ্টায় নিহত প্রায় ২০০, আহত দেড় হাজার ।। গ্রেফতার ২৮৩৯ অফিসারসহ সেনা সদস্য

তুরস্কের অভ্যুত্থানচেষ্টায় নিহত প্রায় ২০০, আহত দেড় হাজার ।। গ্রেফতার ২৮৩৯ অফিসারসহ সেনা সদস্য

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে সেনা অভ্যুত্থান সম্পুর্ণ ব্যর্থ হয়েছে। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে চলেছে। ইতিমধ্যেই ইস্তাম্বুল বিমানবন্দরের স্বাভাবিক উড়ান শুরু হয়েছে । শহরগুলোর নিয়ন্ত্রন নিয়েছে সব সরকার অনুগত সেনা সদস্যরা । প্রেসিডন্ট এই বিদ্রোহের প্রচেষটাকে রাষ্ট্রদ্রোহের সঙ্গে তুলনা করে দেশবাসির উদ্দেশ্যে ভাসন দিয়েছেন । তুরস্কের এই ব্যর্থ সেনা অভ্যুত্থান প্রচেষ্টায় নিহতের সংখ্যা প্রায় ২০০ জনের বেশি বলে জানিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত সেনাপ্রধান জেনালের উমিত দানদার। এই ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ এনে গ্রেফতার করা হয়েছে ২৮৩৯জন সেনা কর্মকর্তা ও সদস্য। ঘটনায় আহত দেড় শতাধিক।

নতুন নিয়োগ পাওয়া জেনারেল দানদার বলেন, “অভ্যুত্থান প্রচেষ্টায় ১৯০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। যাদের মধ্যে ৪১ জন পুলিশ কর্মকর্তা, দুইজন সেনা সদস্য, ৪৭ জন বেসামরিক নাগরিক এবং ১০৪ জন বিদ্রোহী।” এছাডাও এ ঘটনায় এখন পর্যন্ত ২৮৩৯ জন বিদ্রোহী সেনা সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। গ্রেপ্তারদের মধ্যে উচ্চ পর্যায়ের সেনা কর্মকর্তারাও রয়েছেন।

গতকাল শুক্রবার বিকালে তুরস্কের পরাক্রমশীল সেনাবাহিনীর একটি অংশ অভ্যুত্থান ঘটিয়ে দেশের শাসনভার নেওয়ার দাবি করে, যা দেশটির টেলিভিশনে প্রচার করা হয়। গভীর রাতে তারা ট্যাঙ্ক, সাঁজোয়া যান ও সামরিক হেলিকপ্টার নিয়ে অভ্যুত্থান প্রচেষ্টা শুরু করে।

রাজধানী আঙ্কারা ও বৃহত্তম শহর ইস্তাম্বুলে অবস্থান নেয় ট্যাঙ্ক ও সাঁজোয়া যান, গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বসে সেনা প্রহরা। দেশটির গুরুত্বপূর্ণ সেতুগুলো বন্ধ করে দেয় তারা, কয়েকটি গণমাধ্যম দপ্তরের নিয়ন্ত্রণও নেয়, দখল করে সরকারি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভবন।

কিন্তু শেষ পর্যন্ত সামরিক বাহিনীর সব অংশের সমর্থন না থাকায় এবং ক্ষমতাসীন দলের নেতাদের তৎপরতায় জনগণ রাস্তায় নেমে এলে বিদ্রোহী সেনাদের উদ্যোগ ভেস্তে যায়। সরকারের পক্ষে অবস্থান নিয়ে জনতা রাজপথে অবস্থান নেয়, অপরদিকে পুলিশ বিদ্রোহী সেনাদের গ্রেপ্তার করে।

এ অভ্যুত্থান চেষ্টাকে ‘তুরস্কের গণতন্ত্রে কালো দাগ’ বলে বর্ণনা করেন প্রধানমন্ত্রী ইলদিরিম। এ ঘটনায় আরো এক হাজার ৪৪০ জন আহত হয়েছেন বলেও জনান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন