আন্তর্জাতিক ডেস্ক: ৭২ বছর বয়সে বাবা হতে চলেছেন মিক জ্যাগার! মিকের ২৯ বছর বয়সী প্রেমিকা মেলানি হ্যামরিকের কোলে জুড়ে আসতে যাচ্ছে তার অষ্টম সন্তান।
মেলানি একজন আমেরিকান ব্যালে-শিল্পী। মিকের সঙ্গে তার পরিচয় হয় ২০১৪ সালে। এবার এই মাসে ৭৩’এ পা দেবেন মিক। সারা জীবনে একাধিক সম্পর্কে জড়িয়েছেন তিনি। তার নাতি-নাতনিও রয়েছে। এখন সন্তান আসার খবরে নাকি রীতিমতো অবাক হয়েছেন মিক! তবে বেজায় খুশিও হয়েছেন তিনি।