News71.com
 International
 16 Jul 16, 06:33 PM
 518           
 0
 16 Jul 16, 06:33 PM

ফ্রান্সের নিস হামলায় জড়িত থাকার সন্দেহে ৫ জন গ্রেফতার

ফ্রান্সের নিস হামলায় জড়িত থাকার সন্দেহে ৫ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের নিসে জঙ্গি হামলার সঙ্গে জড়িত সন্দেহে ৫ জনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। গত বৃহস্পতিবারের এই হামলায় ৮৪ জন নিহত হয়েছে।

জানা গেছে, নিসের প্রমেনাদ ডেস আঙ্গলাইসে বাস্তিল ডে উদযাপনের সময় মোহাম্মদ লাহুয়াইজ বুহেল নামের তিউনিসীয় বংশোদ্ভূত ব্যক্তি লরি চালিয়ে হামলা করে। পুলিশের গুলিতে হামলাকারী ঘটনাস্থলেই নিহত হয়। এই হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট। ফরাসি প্রসিকিউটররা এই হামলায় জড়িত থাকার সন্দেহে ৫জনকে গ্রেফতারের কথা নিশ্চিত করেছে।লরি দিয়ে হামলায় ৮৪ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে ২০২ জন যাদের মধ্যে ৫২ জন আশঙ্কাজনক অবস্থায় আছে। ২৫ জন লাইফ সাপোর্টে আছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন