News71.com
 International
 16 Jul 16, 01:50 PM
 506           
 0
 16 Jul 16, 01:50 PM

তুরস্কে ফেসবুক-টুইটার-ইউটিউব বন্ধ

তুরস্কে ফেসবুক-টুইটার-ইউটিউব বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক: গতকাল শুক্রবার রাতে সামরিক অভ্যুত্থানের চেষ্টাকালে তুরস্কে প্রধান প্রধান সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইনস্ট্যান্ট মেসেজিং সেবা বন্ধ করে দেয়া হয়েছে। এদিকে, টেক ক্রাঞ্চ বলেছে, ইস্তাবুল ও আনকারায় তুরস্কের সরকার সমর্থিত সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং এই দুই এলাকায় সরকারের নেয়া কার্যক্রম যাতে প্রকাশিত না হয় সেজন্য ব্লক করে দেয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো।

জানা গেছে, তুরস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম ও মেসেজিং সেবা পর্যবেক্ষণকারী সংগঠন 'তুর্কি ব্লকস'-এর মতে, সেনা অভ্যুত্থানের চেষ্টার সময় ফেসবুক, ইউটিউব এবং টুইটারকে অফলাইন করে দেয়া হয়েছে। পুরো ইন্টারনেটকে ব্লক না করে কেবল নির্দিষ্ট কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম ও মেসেজিং সেবা অফলাইন করা হয়েছে বলে দাবি তুর্কি ব্লকসের।

প্রায়শই রাজনৈতিক সংকটের সময় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ও মেসেজিং অ্যাপসহ গণমাধ্যমের উপর নিষেধাজ্ঞা আরোপ করে থাকে তুরস্কের সরকার। বিদেশে যাতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ না হয় এবং বিরোধীরা যাতে সংগঠিত হতে না পারে যেজন্যই মূলত এই কাজ করা হয়।

অভ্যুত্থান চেষ্টা সময় দুই ঘণ্টার জন্য ফেসবুক, টুইটার ইউটিউব ব্লক করে তুরস্ক প্রশাসন। তবে এখনো খুলে দেয়া হয়নি সাইটগুলো। এদিকে, কিছু প্রতিবেদন ও টুইট ইঙ্গিত দিচ্ছে যে, তুরস্কের কিছু মানুষ সোশ্যাল নেটওয়ার্ক ও মেসেজিং সেবা না পেলেও অনেকেই তা পাচ্ছেন।

এই ব্যাপারে ফেসবুকের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। কিন্তু টুইটার কর্তৃপক্ষ এক টুইটে বলেছেন, আমরা সম্পূর্ণ ব্লক হয়নি। এটা ঠিক যে, দেশটিতে আমাদের ট্র্যাফিক অনাগোনা অনেক কম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন