আন্তর্জাতিক ডেস্কঃ পাড়ায় বিয়ের অনুষ্ঠান। সেটা সবাই জানতেন। কিন্তু সেই বিয়েবাড়িতে কী হতে চলেছে, সেটা কারোরই জানা ছিল না। আর তারপর নিমন্ত্রণ রক্ষায় এসে অতিথিদের চক্ষু চড়কগাছ!
বিয়েবাড়ি উপলক্ষে বাইরে থেকে মহিলাদের এনে উদ্দাম নাচের আসর বসানো হল। সেই সঙ্গে তারস্বরে মাইক বাজিয়ে গানবাজনা। এসবের প্রতিবাদ করায় গুলিও চলল বিয়েবাড়িতে। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আসানসোলের চিনাকুড়িতে।
এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন এক মহিলা সহ ২জন। গুলি লেগেছে বছর ষাটেকের সুমিত্রা দেবী এবং রাজকুমার সিং, ২জনেরই পায়ে। আহতদের প্রথমে আসানসোল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাদের বর্ধমান হাসপাতালে রেফার করে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রায় ১০-১২ রাউন্ড গুলি চলে।