আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের অভ্যুত্থানচেষ্টাকারী সেনাদের ওপর ধরপাকড় চলছে। অভ্যুত্থান চেষ্টার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ৭৫৪ সেনা সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
তুরস্কের রাষ্ট্রনিয়ন্ত্রিত বার্তা সংস্থা এ খবর প্রকাশ করেছে। খবরে আরো জানায় যে, ২৯ জন কর্নেল এবং ৫ জন জেনারেলকেও সেনাবাহিনী থেকে অপসারণ করা হয়েছে।