আন্তর্জাতিক ডেস্ক: হামলার ভয়াবহতা কাটিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে ফ্রান্সের নিস শহর। গত বৃহস্পতিবার ফ্রান্সের জাতীয় দিবস ‘বাস্তিল ডে’ উদ্যাপন উপলক্ষে রাতে আতশবাজির প্রদর্শনী দেখাতে নিসের সমুদ্রসৈকতে জড়ো হয়েছিল হাজার হাজার মানুষ। আনন্দের উৎসবে মেতেছিল তারা। রাতের কালো আকাশ ফুঁড়ে ঝিলিক উঠছিল আতশবাজির বর্ণিল আলো।
তারপর রাত ১১টার দিকে যখন অনেকে বাড়ি ফিরছিল ঠিক তখনই এক ঘাতক ট্রাক নিয়ে তেড়ে যায়। মানুষের স্রোতে বেপরোয়া গতিতে ঢুকে যায় ট্রাকটি। এই ঘাতক সেই ট্রাকের চাপায় হত্যা করে কমপক্ষে ৮৪ জনকে। যাদের অনেকেই ছিল শিশু। আর এদের মধ্যে আহত হয় শতাধিক ব্যক্তি। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর ফ্রান্সের সর্বত্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। বাদ যায়নি নিস এয়ারপোর্ট। সেনাবাহিনীর সদস্যরা এয়ারপোর্ট বন্ধ করে দেন। ফলে টার্মিনালেই আটকে পড়েন যাত্রীরা। কিন্তু গতকাল শুক্রবার নিস এয়ারপোর্ট খুলে দেওয়া হয়েছে। হামলার পর জারি করা সতর্কতা ওঠানোর পর এয়ারপোর্ট দিয়ে বিমান চলাচল শুরু হয়েছে। যাত্রীরাও ধীরে ধীরে নিজেদের গন্তব্যের দিকে রওনা দিতে শুরু করেছেন।
নিস এয়ারপোর্টের ওয়েবসাইটে বলা হয়েছে, হামলার পর এ দিনের ফ্লাইট স্বাভাবিক হয়েছে। “নিস হামলার মতো দুর্ভাগ্যজনক ঘটনা সত্ত্বেও এয়ারপোর্টে যাতাযাত নির্বিঘ্নেই হবে। বিমান ওঠানামাতেও ব্যাঘাত ঘটবে না।”