আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর তেরেসা মে নতুন মন্ত্রিসভা ঘোষণা করেছেন। মার্গারেট থ্যাচারের পর ব্রিটেনের ইতিহাসে তিনি দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর তেরেসা মে বলেছেন, শুধু গুটি কয়েক সুবিধাভোগীর জন্য তিনি কাজ করবেন না বরং ধনী গরিবের মধ্যে তফাত ঘোচাতে কাজ করবেন।
কিন্তু নতুন মন্ত্রিসভার নাম ঘোষণার পর দেখা গেছে বহুল আলোচিত রাজনীতিক বরিস জনসনকে পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। লন্ডনের সাবেক মেয়র জনসনের নিয়োগে অনেকেই বিস্মিত হয়েছেন। এর কারণ ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পক্ষের অন্যতম ক্যাম্পেইনার ছিলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর পদ পেয়েছেন আম্বার রাড। তিনি অবশ্য ব্রিটেনের ইইউতে থাকার পক্ষে ছিলেন। প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মিচাইল ফ্যালন।
ইইউ থেকে বেরিয়ে আসার পর নানান দেন-দরবার করার জন্য তেরেসা মে নিয়োগ দিয়েছেন আর এক লিভ ক্যাম্পেইনার ডেভিড ডিভিসকে, ব্রেক্সিট মন্ত্রী হিসেবে। অন্যদিকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড পেয়েছেন অর্থমন্ত্রীর পদ। জর্জ অজবোর্নকে মন্ত্রিসভা থেকে বিদায় করে দিয়ে তিনি অনেককেই অবাক করেছেন। মন্ত্রিসভায় ব্রিটেনের ইইউ ছাড়ার পক্ষের ও থাকার পক্ষের ক্যাম্পেইনারদের মিশ্রণ দেখা যাচ্ছে। গত ২৩ জুন ঐতিহাসিক এক গণভোটে ব্রিটেন ইইউ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত জয়ী হয়। সেদিনই পদত্যাগের ঘোষণা দেন ডেভিড ক্যামেরন।
রানী এলিজাবেথ ডেভিড ক্যামেরনের পদত্যাগ পত্র গ্রহণ করার পরপরই তেরেসাকে সরকার গঠনে আহ্বান করেন। রানী এলিজাবেথের শাসনামলের ১৩তম প্রধানমন্ত্রী তেরেসা মে। এদিকে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন জার্মান চ্যান্সেলর এ্যাঙ্গেলা মের্কেল এবং ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোয়াঁ ওঁলাদ।