News71.com
 International
 14 Jul 16, 06:08 PM
 470           
 0
 14 Jul 16, 06:08 PM

আইআইটি মাদ্রাজ ক্যাম্পাসে একই দিনে দু'জনের আত্মহত্যা

আইআইটি মাদ্রাজ ক্যাম্পাসে একই দিনে দু'জনের আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সুখ্যাতিসম্পন্ন ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি আইআইটি'র মাদ্রাজ ক্যাম্পাসে দু'জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। এদের একজন প্রতিষ্ঠানটির রিচার্স স্কলার এবং অপরজন প্রতিষ্ঠানটির একজন অধ্যাপকের স্ত্রী। পুলিশ বলেন, গতকাল ক্যাম্পাসের নিজ নিজ বাসস্থানে তাদের মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

পুলিশের সোর্সের বরাত দিয়ে রিসার্চ স্কলারের নাম পি মহেস্বরি [৩৪]। তিনি রসায়নে পোস্ট ডক্টরাল পর্যায়ে গবেষণা করছিলেন। ক্যাম্পাসের সাবরমাতি হোস্টেলে থাকতেন তিনি। গতকাল বিকাল ৪ টার দিকে তাকে তার কক্ষে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে জানা যায় সে বিবাহিত ছিল।

অপরদিকে, ইনস্টিটিউটের গনেসান নামে ওই অধ্যাপকের স্ত্রীর নাম জি বিজয়ালক্ষী [৪৭]। তাকেও নিজের ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পুলিশ এই দুটি ঘটনা-ই তদন্ত করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন