News71.com
 International
 14 Jul 16, 12:30 PM
 520           
 0
 14 Jul 16, 12:30 PM

আগামি ১৬ জুলাই আন্তঃরাজ্য কাউন্সিলের মিটিংয়ে মুখোমুখি ভারতের প্রধানমন্ত্রী-পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

আগামি ১৬ জুলাই আন্তঃরাজ্য কাউন্সিলের মিটিংয়ে মুখোমুখি ভারতের প্রধানমন্ত্রী-পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: রাজ্যের ঋণের ওপর সুদ মকুব, কেন্দ্রীয় অনুদানের পরিমাণ বৃদ্ধি, কেন্দ্র-রাজ্য কর কাঠামো পুনর্বিন্যাস সহ একগুচ্ছ দাবি-দাওয়া। এনিয়েই মুখোমুখি হচ্ছেন মোদী-মমতা। সৌজন্যে, ১৬ জুলাই আন্তঃরাজ্য কাউন্সিলের মিটিং। এজেন্ডায় রয়েছে, প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী ওয়ান টু ওয়ান বৈঠকও। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে এবার দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণত কেন্দ্রের ডাকা বৈঠকে কোনও মন্ত্রী বা আমলাকে প্রতিনিধি হিসেবে পাঠান মুখ্যমন্ত্রী। অতীতে এমনই নজির রয়েছে। তবে এবার আন্তঃরাজ্য কাউন্সিলের বৈঠকে যোগ দিতে নিজেই যাচ্ছেন তিনি।

প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীদের মধ্যে হতে চলা এই বৈঠকের এজেন্ডা আগেই ঠিক করা। কথা হবে, আন্তঃরাজ্য সম্পর্ক, অভ্যন্তরীণ নিরাপত্তা, SC-STদের ওপর অত্যাচার, স্কুলশিক্ষা, আধার কার্ড সহ একাধিক ইস্যু নিয়ে। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী।

বৈঠকে অন্যান্যের মধ্যে থাকবেন রাজনাথ সিং, অরুণ জেটলি, সুষমা স্বরাজ, মনোহর পারিক্কর সহ গুরুত্বপূর্ণ মন্ত্রীরাও। তবে এই বৈঠকের বাইরেও আলাদা ভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেও আলোচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এজন্য রীতিমতো নোট তৈরি করেই যাচ্ছেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন