News71.com
 International
 14 Jul 16, 11:45 AM
 520           
 0
 14 Jul 16, 11:45 AM

রমজান মাসে আইএসের শিকার ৫২০০

রমজান মাসে আইএসের শিকার ৫২০০

 

নিউজ ডেস্ক: গত রমজান মাসে সারা বিশ্বজুড়ে বিভিন্ন হামলায় ৫ হাজার ২০০ জনকে হত্যা বা আহত করেছে বলে দাবি করেছে আইএস। সন্ত্রাসবাদী সংগঠনটি তাদের সাপ্তাহিক পত্রিকা ‘‌আল নাবা’‌–‌তে এই পরিসংখ্যান দিলেও কতজন নিহত বা আহত হয়েছেন তা স্পষ্ট করেনি এখনও।

প্রতিবেদনে হতাহতের মধ্যে যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোর সমকামী ক্লাবে হামলা, গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা, প্যারিসে পুলিশকর্মী হত্যা এবং মদিনায় মসজিদে হামলার উল্লেখ করা হয়েছে।

কিন্তু আশ্চর্যজনকভাবে ইস্তানবুলের বিমানবন্দরে হামলার কথা নেই আইএসের এই তালিকায়। সেখানে ৪১ জন মারা গিয়েছিলেন ওই ঘটনায়। পরিসংখ্যান অনুযায়ী এই একমাসে যে দেশগুলিতে সবচেয়ে বেশিবার আইএস হামলা করেছে, সেগুলো হল সিরিয়া ও ইরাক। আইএস বলেছে, এসব হামলার তাদের ২৯২ যোদ্ধা নিহত হয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন