আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ গরু পাচার রুখতে হরিয়ানা রাজ্য সরকার একটি নতুন পুলিশ দল গঠন করেছে । উল্লেখ্য ভারত থেকে বাংলাদেশে যত গরু পাচার হয়, তার একটা বড় অংশই হরিয়ানা থেকে আনা হয়।
জানা গেছে, নতুন এই পুলিশ দলের শীর্ষে রয়েছেন ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের ডিআইজি পদমর্যাদার অফিসার ভারতী অরোরা। তার সঙ্গে আরও প্রায় ৩০০ জন অফিসার ও পুলিশকর্মী এই নতুন পুলিশ টাস্ক ফোর্সে যোগ দিয়েছেন। তারা প্রয়োজনে যে কোনো জেলার বা থানার পুলিশবাহিনীরও সাহায্য নিতে পারবে এই পুলিশ টাস্ক ফোর্স।
মিসেস অরোরা বলেন, “যেসব রাস্তা দিয়ে গরু রাজ্যের বাইরে পাচার হয়, সেগুলোর ওপরে নজরদারি করা, চেকপোস্টে তল্লাশি করা, কোথাও যদি পাচারের জন্য গরু মজুত করে রাখার খবর পাওয়া যায়, সেখানে হানা দেওয়া - এগুলোই মূল কাজ থাকবে আমাদের। প্রতিটা জেলাতেই আমাদের টাস্কফোর্সের একেকটা ছোট ছোট দল গঠন করা হয়েছে। এছাড়া গ্রামে গ্রামে গরু পাচারের বিরুদ্ধে প্রচারও চালানো হবে। আমাদের নিশ্চিত করতে হবে এটা যে, একটা গরুও যেন রাজ্যের বাইরে পাচার না হয়।"