News71.com
 International
 14 Jul 16, 01:29 AM
 485           
 0
 14 Jul 16, 01:29 AM

ট্রাফিক জ্যামের সমাধান নিয়ে আসছে চালকবিহীন পড ট্যাক্সি!

ট্রাফিক জ্যামের সমাধান নিয়ে আসছে চালকবিহীন পড ট্যাক্সি!

আন্তর্জাতিক ডেস্ক: অফিসগামী লোকজনকে ট্রাফিক জ্যামের হাত থেকে মুক্তি দিতে এবার ভারতে এক অভিনব উদ্যোগ নেয়া হচ্ছে। দিল্লির পার্শ্ববর্তী গুড়গাঁও যেখানে গুগল, মাইক্রোসফট, অ্যাপলের মত প্রযুক্ত প্রতিষ্ঠানের কার্যালয় সেখানে চালু করা হচ্ছে এক ধরনের চালকবিহীন ইলেকট্রিক যান। এটার নাম পড ট্যাক্সি।

জানা গেছে, মাটি থেকে খানিকটা ওপরে উড়াল পুল দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ১৩ কিলোমিটার এলাকাজুড়ে চলবে এই পড ট্যাক্সি। দিল্লির শহরতলি থেকে ১৬টি স্টেশন পেরিয়ে গুড়গাঁওয়ের ভেতরে স্বল্প বিরতিতে চলাচল করবে ছোট ছোট পড ট্যাক্সি। এর প্রতিটার ভেতর থাকবে ৫ থেকে ৬ জন যাত্রী। প্রতিদিন এসব ট্যাক্সিতে ৩০ হাজার যাত্রী চলাচল করতে পারবেন। আগামী মাসের মধ্যেই আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের ঘোষণা দেয়া হবে। ধারনা করা হচ্ছে, পুরো প্রকল্পে ১২৬ মিলিয়ন ডলারের মত খরচ হবে যা মেট্রোরেল নেটওয়ার্ক তৈরির চেয়ে সাশ্রয়ী।

কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম উন্নত না করে এই ধরনের পড ট্যাক্সি দিয়ে ট্রাফিক সমস্যার সমাধান করা আদৌ সম্ভব কিনা তা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। আর এর আগেও ২০১১ সালে অমৃতসর শহরে একই রকম এলিভেটেড পড সিস্টেম চালু করা হয়েছিল। তিন বছর ধুঁকে ধুঁকে চলার পর ২০১৪ সালে একে বন্ধ করে দেয়া হয়। ফলে গুড়গাঁওয়ের এই পড ট্যাক্সির ভাগ্যে শেষ পর্যন্ত কি হবে তা এখনও জানা যায়নি। সেটা সময়ই বলে দিবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন