আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোর পর্যটনকেন্দ্র কানকুনের ক্যারিবিয়ান সৈকতের একটি কারাগার থেকে গতকাল মঙ্গলবার রাতে ১০ বন্দি পালিয়েছে। পলাতকদের মধ্যে কয়েকজনকে ‘অত্যন্ত বিপজ্জনক’ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
কুইন্তানা রু রাজ্যের জন নিরাপত্তা বিভাগের এক মুখপাত্র বলেছেন, কারা কর্মকর্তারা পলাতক বন্দিদের সম্পর্কে তথ্য যোগাড় করছেন। তিনি বলেন, স্থানীয় সময় রাত ৯ দিকে কারা কর্মকর্তারা বুঝতে পারেন ১০ বন্দি পালিয়ে গেছে।’ তিনি এই ব্যাপারে বিস্তারিত আর কোন তথ্য বলেনি।
স্থানীয় গণমাধ্যমে বলা হয়ছে, কারাগারের মধ্যে দুটি মাদক চক্রের সদস্যরা বন্দি ছিল। কারাগারে বন্দিদের মধ্যে মারামারির সময় গোলযোগের সুযোগে তারা পালিয়ে যায়। ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত বন্দি রাখার ব্যাপারে মেক্সিকোর কারাগারগুলোর দুর্নাম রয়েছে। এখানে বন্দিদের গাদাগাদি করে অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হয়।
জাতীয় মানবাধিকার কমিশনের একটি প্রতিবেদন থেকে জানা গেছে, বন্দিরাই ৭১টি রাজ্য কারাগার নিয়ন্ত্রণ করে। মেক্সিকোতে প্রায়ই বন্দি পালানোর ঘটনা ঘটে। গত মাসে এক কারাদাঙ্গা চলার সময় ৩ বন্দি পালিয়ে যায়। এই কারাগারটি মেক্সিকো সিটির বাইরে অবস্থিত।