News71.com
 International
 13 Jul 16, 02:37 PM
 591           
 0
 13 Jul 16, 02:37 PM

ভাইকে মুকেশকে টেক্কা দিতে অনিল আম্বানির ৫০০০ কোটির অট্টালিকা তৈরী

ভাইকে মুকেশকে টেক্কা দিতে অনিল আম্বানির ৫০০০ কোটির অট্টালিকা তৈরী

 

আন্তর্জাতিক ডেস্ক: ভাইকে টেক্কা দিতেই অনিল আম্বানি ৫০০০ কোটি টাকার অট্টালিকা বানাচ্ছেন। ভারতের শীর্ষ ধনী মুকেশ অাম্বানি যেদিন অ্যান্তিলিয়া বানিয়েছেন সেদিন থেকে তার ভাই অনিল আরও কয়েক ধাপ সামনে এগিয়ে যেতে পা বাড়িয়েছেন।

বর্তমানে পরিবার নিয়ে মুম্বাইয়ের অন্যতম অভিজাত এলাকা কাফে প্যারাডের সি উইন্ড বহুতলের ১৭ তলায় থাকেন অনিল আম্বানি। জানা গেছে, তিনি পালি হিলসে ১,৫৩৭ বর্গমিটার জমি কিনেছেন। সেখানেই উঠছে তার আলিশান বাংলো। নিজের এই স্বপ্নের বাড়িকে ১৫০ মিটার উঁচু করতে চান অনিল। কিন্তু অনুমতি পেয়েছেন মাত্র ৬৬ মিটার উচ্চতার।

এখনও অট্টালিকাসম বাড়ির ডেকোরেশন সম্পর্কে কিছুই জানা যায়নি। বাড়ি তৈরির ব্যয় প্রাথমিকভাবে ৫ হাজার কোটি টাকা। কিন্তু সবদিক দিয়ে মুকেশের অ্যান্তিলিয়ার কাছ থেকে বিশ্বের মহার্ঘ্যতম ব্যক্তিগত বসতবাড়ির তকমা ছিনিয়ে নিতে বদ্ধপরিকর ধীরুভাইয়ের ছোট ছেলে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন