News71.com
 International
 13 Jul 16, 02:36 PM
 510           
 0
 13 Jul 16, 02:36 PM

পশ্চিম তীরে ইসরাইলি পুলিশের গুলিতে ফিলিস্তিনী যুবক নিহত

পশ্চিম তীরে ইসরাইলি পুলিশের গুলিতে ফিলিস্তিনী যুবক নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের এক সীমান্ত পুলিশ গুলি করে এক ফিলিস্তিনীকে হত্যা ও একজনকে আহত করেছে। ইসরাইলের দখলকৃত পশ্চিত তীরে আজ বুধবার এই ঘটনা ঘটেছে। দুই ফিলিস্তিনি গাড়ি চালিয়ে পুলিশ কর্মকর্তাদের দিকে যাওয়ার সময় ওই সীমান্ত পুলিশ তাদের লক্ষ্য করে গুলি চালায়।

ইসরাইলি সেনাবাহিনীর এক মহিলা মুখপাত্র বলেন, জেরুজালেমের উত্তর-পূর্বাঞ্চলের আল রামে এলাকায় পুলিশের অভিযান চলছিল। অভিযানকালে পুলিশ একটি অস্ত্র তৈরির কারখানা আবিষ্কার করে। তখন এই সময় একটি গাড়ি কর্মকর্তাদের দিকে আসতে থাকে। তিনি বলেন, বিপজ্জনক মনে করে এক সীমান্ত পুলিশ গুলিবর্ষণ করে। এতে করে একজন নিহত ও একজন আহত হয়। তাছাড়া গাড়িতে থাকা আরো একজনকে আটক করা হয়েছে।

এক উর্ধ্বতন সেনা কর্মকর্তা বলেছেন, চলতি বছরের শুরু থেকে ইসরাইলের নিরাপত্তা বাহিনী পশ্চিম তীরে অস্ত্র তৈরির ভূগর্ভস্থ ওয়ার্কশপে অভিযান চালিয়েছে। অভিযানকালে এই ধরণের ১৬টি ওয়ার্কশপ বন্ধ করে দেয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন