News71.com
 International
 13 Jul 16, 12:09 PM
 539           
 0
 13 Jul 16, 12:09 PM

ভারতে দুই মন্ত্রীর পদত্যাগ ।।

ভারতে দুই মন্ত্রীর পদত্যাগ ।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে ২ মন্ত্রী পদত্যাগ করেছেন। সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী নাজমা হেফতুল্লাহ এবং ভারী শিল্পবিষয়ক প্রতিমন্ত্রী জি এম সিদ্দেশ্বর গতকাল এই ২ মন্ত্রী পদত্যাগ করেছেন। এর ফলে ভারতের কেন্দ্রীয় মন্ত্রীদের দফতর সাজাতে হয়েছে ।

পশ্চিমবঙ্গের বাবুল সুপ্রিয়কে ভারী শিল্পের প্রতিমন্ত্রীর দায়িত্বে আনা হয়েছে। তিনি আগে ছিলেন কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রণালয়ে। সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী ছিলেন মুখতার আব্বাস নাকভি। তাকে মন্ত্রণালয়ে স্বাধীন দায়িত্ব দেয়া হয়েছে ।

গত সপ্তাহে কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলের সময় থেকেই জোর জল্পনা ছিল যে, ৭৫ পেরিয়া যাওয়া হেপতুল্লা এবং কালরাজ মিশ্রকে হয়ত ইস্তফা দিতে হতে পারে। কারণ, প্রধাননম্ত্রী নরেন্দ্র মোদি মন্ত্রিসভায় মন্ত্রীদের বয়সের ঊর্ধ্বসীমা ৭৫ রেখেছেন বলে ভারতের কেন্দ্রীয় সূত্রে জানা গেছে ।

সেই একই কারণেই প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানী এবং মুরলী মনোহর জোশীকে মন্ত্রিসভার বাইরে রেখে ‘মার্গদরশক’ হিসেবে রাখা হয়েছে। যদিও, ৭৫ পার করলেও, হেপতুল্লার মতো এখনই চলে যেতে হচ্ছে না মিশ্রকে ।

সূত্রে আরও জানা গেছে যে, উত্তরপ্রদেশের নির্বাচনকে মাথায় রেখেই সম্ভবত আপাতত মিশ্রকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। অন্যদিকে, গত ৫ তারিখের হওয়া রদমদলে মন্ত্রিত্ব হারান ভারী শিল্প মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জিএম সিদ্দেশ্বর। সেদিনই তাকে ইস্তফা দিতে বলা হয়েছিল। কিন্তু, ওইদিনই তার জন্মদিন হওয়ায় তিনি কয়েক দিন সময় চেয়েছিলেন। গতকাল রাষ্ট্রপতি ভবনে নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দেন কর্নাটকের লোকসভা এমপি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন