আন্তর্জাতিক ডেস্ক: ভারতে ডায়রিয়ার প্রকোপে প্রতি বছর বহু শিশু মারা যায়। কিন্তু এবার নতুন করে উদ্যোগ গ্রহণ করেছে ভারত সরকার। শিশু মৃত্যু ঠেকাতে ৬৮ কোটি টাকা বাজেট বরাদ্দ করে বিশেষ উদ্যোগ নিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্র সরকার।
নতুন এই পরিকল্পনা অনুসারে, পাঁচ বছরের কম বয়সের বাচ্চা রয়েছে এমন পরিবারগুলোকে ওআরএস ও জিংক ট্যাবলেট দেয়া হবে। শুধুমাত্র বিনামূল্যে এই ওষুধ দেয়াই নয়, কেমন করে তা বাচ্চাকে খাওয়াতে হবে, কখন খাওয়াতে হবে, বাচ্চার অভিভাবককে তাও দেখিয়ে দেওয়া হবে হাতে নাতে। একই সঙ্গে ভারতের প্রতিটি জেলায় প্রতিটি স্কুলে, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে মিলবে ওআরএস। ডায়রিয়া আটকাতে আজ থেকে শুরু হয়ে আগামী ২৩ জুলাই পর্যন্ত এই বিশেষ কর্মসূচি নেয়া হয়েছে। ভারতের বিভিন্ন রাজ্যে যে আশা (অ্যাক্রিডিটেড সোশ্যাল হেলথ অ্যাকটিভিস্ট) নামে স্বাস্থ্যকর্মী রয়েছে তারাই বাড়ি বাড়ি গিয়ে ওই ওষুধ দেবে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমীক্ষা অনুযায়ী ডায়রিয়ার প্রকোপে ভারতে প্রতি ঘণ্টায় ১৩ টি করে বাচ্চার মৃত্যু হচ্ছে। বছরে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে ১ লক্ষ ২০ হাজারেরও বেশি শিশু। এক সমীক্ষায় দেখা গিয়েছে, সারা বছর এর প্রকোপ কম থাকলেও কেবল বর্ষার সময়ই এই ডায়রিয়ার প্রকোপ বাড়ে। প্রতি ১৩ ঘণ্টায় ভারতে একজন করে শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছে।