News71.com
 International
 13 Jul 16, 11:27 AM
 519           
 0
 13 Jul 16, 11:27 AM

ক্যামেরন জামানার পতন ।। ব্রিটেনের নারী প্রধানমন্ত্রীর শপথ আজ

ক্যামেরন জামানার পতন ।। ব্রিটেনের নারী প্রধানমন্ত্রীর শপথ আজ

আন্তর্জাতিক ডেস্কঃ সব ঠিক থাকলে আজ শপথ নিবেন টেরেসা মে । যুক্তরাজ্যের ইতিহাসে তিনিই দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। রক্ষণশীল দলের ৫৯ বছর বয়সী এ নেত্রী আজ বিদায়ী প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন।

২০১০ সালের দিকে কনজারভেটিভ দলের ক্ষমতার প্রথম মেয়াদে ক্যামেরন মন্ত্রীসভায় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান টেরেসা মে। টানা দ্বিতীয় মেয়াদে জয়ের পরও একই দপ্তর পান তিনি। ইউরোপীয় ইউনিয়ন থেকে সরে আসা নিয়ে গত ২৩শে জুনের গণভোটে ২ শতাংশেরও কম ভোটে হেরে পদত্যাগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ইইউতে থাকার পক্ষে ছিলেন তিনি।

অন্যদিকে ইইউ থেকে বেরিয়ে আসার পক্ষে অবস্থান কনজারভেটিভ দলের স্বরাষ্ট্রমন্ত্রী টেরেসা মে। ডেভিড ক্যামেরনের পদত্যাগের ঘোষণায় দলীয় ৬০ শতাংশ এমপি দলনেতা নির্বাচনে তার পক্ষে ভোট দেয়। এতে সরকার প্রধান হিসেবে তার পথ পরিষ্কার হয়ে যায়। উল্লেখ্য, দেশটির ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার। দায়িত্ব পালন করেছেন টানা ৩ মেয়াদে ১৯৯০ সাল পর্যন্ত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন