News71.com
 International
 13 Jul 16, 05:52 AM
 575           
 0
 13 Jul 16, 05:52 AM

বাকিংহাম প্যালেসে গৃহকর্মী চাই, বেতন ১২ লক্ষ টাকা!

বাকিংহাম প্যালেসে গৃহকর্মী চাই, বেতন ১২ লক্ষ টাকা!

 

আন্তর্জাতিক ডেস্ক: বাড়ির কাজের জন্য লোক দরকার। বেতন দেওয়া হবে ১২ লক্ষ টাকা। চমকে উঠলেন তাই না? কিন্তু চমকে উঠার কারন নাই রাজবাড়ির কাজ বলে কথা! খোদ বাকিংহাম প্যালেসের গৃহস্থালির কাজের জন্য দরকার লোকের। এজন্য বেতনের পরিমাণ একটু লম্বা-চওড়া।

গৃহকর্মীর বেতন বছরে ১৭০০০ ইউরো অর্থাৎ প্রায় ১২ লক্ষ টাকা দেওয়া হবে। তবে থাকা-খাওয়ার কোন সমস্যা নাই। প্রতি বছরে ছুটি দেওয়া হবে ৩৩ দিন। এই চাকরিতে বিশেষ সুবিধা হিসেবে থাকবে পেনশন। ওই রাজবাড়ির ওয়েবসাইটে এই সব বিজ্ঞাপন দেওয়া হয়েছে।

এই বিজ্ঞাপনে বলা হয়েছে, পূর্ব অভিজ্ঞতারও কোন প্রয়োজন নেই। থালা-বাসন পরিষ্কারের দায়িত্বে থাকতে হবে। দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর সুযোগও মিলবে এই চাকরিতে। রাজবাড়ীরর রাণী নিজে এই পদে নিয়োগ করেন। মোট ৬টি পদে তিনি নিজেই নিয়োগ করেছেন। এই ৬টির মধ্যে এটি একটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন