News71.com
 International
 13 Jul 16, 12:27 AM
 541           
 0
 13 Jul 16, 12:27 AM

ইতালিতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ।। নিহত ১২

ইতালিতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ।। নিহত ১২

আন্তর্জাতিক ডেস্কঃ ইতালির দক্ষিণাঞ্চলে দু’টি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। আজ স্থানীয় সময় সকালে দক্ষিণাঞ্চলীয় শহর বারী ও বারলেত্তার মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় হতাহতের শঙ্কা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, সংকেত জটিলতায় ট্রেন দু’টি এক লাইনে চলে আসে। দ্রুতগামী হওয়ায় দু’টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দু’টি ট্রেনেরই সামনের বেশ ক’টি বগি তীব্রভাবে ক্ষতিগ্রস্ত হয়। আর বগিগুলোতে থাকা যাত্রীদের ১২ জন নিহত হন।

স্থানীয় ফায়ার ব্রিগেডের কমান্ডার রিকার্দো জিনগারো বলেন, দুর্ঘটনায় বেশ কিছু মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার তৎপরতা শেষ হওয়ার পরই এ বিষয়ে জানা যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন